চান্দিনা, কুমিল্লা :
কুমিল্লার চান্দিনায় হঠাৎ করে এক মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একদল নেতা-কর্মী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র জানায়, মিছিলটি খুব অল্প সময় স্থায়ী হয় এবং পরে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিল শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ত্যাগ করেন। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তেই আলোচনায় আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি দৈনিক মাতৃছায়াকে বলেন, ছবিতে থাকা কালো টি-সার্ট পরিহিত লোকটি সাবেক চান্দিনা উপজেলা ছাত্র- লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন সুজন।
এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঝটিকা মিছিলে কারা অংশ নিয়েছিল তা শনাক্তের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।