চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লায় চান্দিনায় মাহে রবিউল আউয়াল উপলক্ষে নাতে রাসূল, বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সে ওই অনুষ্ঠান হয়। এতে ৩টি প্রতিযোগিতায় বিভিন্ন স্তরে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিশ^ মুসলিম উম্মাহ্র শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান আশরাফীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, চান্দিনা পৌর এলডিপি সাধারণ সম্পাদক হাজী শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, পৌর জামায়াত আমির আবুল হাসেম, চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য মো. শফিকুল ইসলাম, নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, এতিমখানা কমপ্লেক্স পরিচালনা পর্ষদ সভাপতি আবু তাহের ভুঁইয়া, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ অধ্যক্ষ মনিরুল ইসলাম ভুঁইয়া, মসজিদ পরিচালনা পর্ষদ সভাপতি হাজী নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনু, চান্দিনা পৌর ওলামা দল আহবায়ক মাওলানা ফয়েজ উল্লাহ হেলালী, বিএনপি নেতা নাসির খাঁন, প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী মাওলানা নুরুল ইসলাম হেলালী, পৌর গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক জামসেদ আহমেদ জাকি, চান্দিনা উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান, আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা জামায়াতে ইসলামীর সভাপতি আবু ইউসুফ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত