1. live@dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ : দৈনিক স্বতন্ত্র কন্ঠ
  2. info@www.dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ :
চান্দিনায় ব্যালট পেপার ছাপানোর ঘোষণায় উপজেলা যুবদল আহবায়ক বহিষ্কার - দৈনিক স্বতন্ত্র কন্ঠ
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান মুক্তিযোদ্ধাদের রক্তে বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর পর নির্বাচন চাই চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত যারা এখনও পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার চান্দিনায় ব্যালট পেপার ছাপানোর ঘোষণায় উপজেলা যুবদল আহবায়ক বহিষ্কার চান্দিনায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসড়কে আনন্দ র‌্যালি চান্দিনায় সড়ক উদ্ধারে স্থাপনা উচ্ছেদ আপনারা জনগণ কোন খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না,মাহমুদুর রহমান মান্না। কুমিল্লা চান্দিনায় গৃহবধূকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ চান্দিনার ২৭  দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

চান্দিনায় ব্যালট পেপার ছাপানোর ঘোষণায় উপজেলা যুবদল আহবায়ক বহিষ্কার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন ঘোষণা দেয়া চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সিদ্ধান্তক্রমে বুধবার (৩ সেপ্টেম্বর) দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে ওই তথ্য পাওয়া যায়।

তবে ওই বিজ্ঞপ্তিতে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন সুনির্দিষ্ট কোন অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধিনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা বলে উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করা শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতৃবৃন্দ জানান- নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তার এমন বক্তব্য দলের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে। চিঠিতে সুনির্দিষ্ট ভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণা’ উল্লেখ না করলেও মূলত ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত চান্দিনা উপজেলা যুবদলের আহবায়ক মাও. আবুল খায়ের জানান- এখনও আমি কোন চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

এদিকে, একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার  কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মাও. আবুল খায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তৃতা দিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় তুলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট