কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে উঠেছে গুরুতর ঘুষ—দুর্নীতির অভিযোগ। নামজারি সংক্রান্ত কাজে ঘুষ না দিলে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে, এমনকি টাকার অভাবে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
প্রায় দুই বছর আগের ঘটনা। চান্দিনার গল্লাই ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার কাজী সাইফুল ইসলাম ও সহকারী মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা ঘুষ দিয়েছিলেন আনোয়ার হোসেন। নামজারির কাগজ হাতে না পাওয়ায় জমি বিক্রি করতে পারেননি তিনি। টাকার অভাবে যথাযথ চিকিৎসা না পেয়ে প্রায় এক বছর আগে হাসপাতালেই মারা যান আনোয়ার হোসেন।
শুধু আনোয়ার হোসেনই নন, একই অভিযোগ হোসেনপুর মৌজার রমজান মুন্সির ছেলে নাসির মুন্সীরও। তিনি ৬০ শতাংশ জমি নামজারি বাবদ ৫০ হাজার টাকার মৌখিক চুক্তিতে ২৫ হাজার টাকা অগ্রিম দিয়ে প্রায় দেড় বছর ধরে ঘুরছেন এই ভূমি অফিসে।
এমন গুরুতর অভিযোগের বিষয়ে গল্লাই ভূমি অফিসের তফসিলদার কাজী সাইফুল ইসলাম ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক জানান,
আশরাফুল হক জানান, উপজেলা নির্বাহী অফিসার
(এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।)
নামজারি বাবদ সরকারি ফি ১১৫০ টাকা নির্ধারিত থাকলেও এসব ভূমি অফিসে নানা সমস্যা দেখিয়ে হাজার থেকে লক্ষ টাকা ঘুষ লেনদেন চলছে হরহামেশাই। দেশের সচেতন মহল গল্লাই ভূমি অফিসের তফসিলদার সাইফুল ইসলামের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত