কুমিল্লার চান্দিনা সরকারি হাসপাতালটি সারা বছরে থাকে দালাল চক্রের দখলে! এ হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বৈধ -অবৈধ হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার সহ নানা ধরনের চিকিৎসার নামে প্রতারণার প্রতিষ্ঠান। যার ফলে এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের নানাভাবে হয়রানি অতিরিক্ত টাকা আদায় এবং এই হাসপাতালে সব ধরনের সার্ভিসের ব্যবস্থা থাকলেও হাসপাতালের পক্ষ থেকে সব সময় বলা হয় কোন কিছুই নাই!বিভিন্ন সূত্র থেকে জানা গেছে গত দুই তিন বছর যাবত হাসপাতালে এমন চিকিৎসার বেহাল অবস্থা তৈরি হয়েছে!
হাসপাতালে কর্মরত অনেকের সাথে অবৈধ আর্থিক লেনদেন ও কমিশনের মাধ্যমে দালালদের সিন্ডিকেটে সরকারি হাসপাতাল এখন দালাল হাসপাতাল নামে পরিচিতি লাভ করেছে।
এমন সব অভিযোগ সহ আরো বহু অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী চান্দিনা উপজেলা ক্যাম্প এর উদ্যোগে অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে অনেকে পালিয়ে গেলেও দালাল চক্রের ৪সদস্যকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
এ হাসপাতালে আরো অনেক অনিয়মের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদের অনুরোধ জানিয়েছে সচেতন সবাই।
বিস্তারিত প্রেস রিলিজে।