মোঃ আবুল কালাম আজাদ(চান্দিনা)
আজ ১৫ জুলাই ২০২৫ইং বাংলাদেশ আম জনগণ পার্টি চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটি নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ পরবর্তী উপজেলা আহ্বায়ক কামাল হোসেন (কেনু) এর উপস্থিতিতে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সোলাইমান মিয়াজী বলেন,আম- জনগণ পার্টির আহ্বায়ক রফিকুল আমিন যে উদ্দেশ্য নিয়ে দলটি গঠন করেছেন তা হল - মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত আত্মপরিচয় ও স্বাধীনতা এবং সর্বোপরি বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা, লাখ লাখ শহীদ ও জনগণের অভিপ্রায়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণ ও বৈষম্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আ-আম জনগন পার্টি প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি দৈনিক মাতৃছায়াকে বলেন- ক্ষমতা কুক্ষিগত না করে যোগ্য নাগরিক গড়ে তুলে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আ-আম জনগন পার্টি। দলটি মুক্তিযুদ্ধ ও গণ-অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত শাসন, লিঙ্গ সমতা, সংখ্যালঘু ও অনগ্রসর জনগোষ্ঠীর সুরক্ষা, শিক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। উৎপাদনমুখী কৃষি, কর্মমুখী শিক্ষা ও মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রামীণ উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ, স্বাধীন বিচার বিভাগ, দলীয় অভ্যন্তরে গণতন্ত্র চর্চা ও দুর্নীতি নির্মূলের মাধ্যমে একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করবে আ-আম জনগন পার্টি।
এ সময় চান্দিনা উপজেলা আহ্বায়ক কামাল হোসেন (কেনু) বলেন - দলটি প্রত্যেক জেলা উপজেলায় আগামী নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে কমিটি গঠন করে গুছিয়ে আনার চেষ্টা করতেছে। আমরা চান্দিনা থেকে আহ্বায়ক কমিটি গঠন করেছি, কমিটির নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের সাথে পরিচয় হওয়ার লক্ষ্যেই নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে আসা। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সুন্দর আগামীর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে।
এ সময় আরো উপস্থিত ছিলেন দলটির চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম,সদস্য সোলায়মান মিয়াজী,তপন কুমার পাল, সুজন সিংহ, মোঃ হাবিবুল্লাহ,পারুল আক্তার সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ২০২৫ইং নতুন রাজনৈতিক দল- বাংলাদেশ আম জনগন পার্টি আত্মপ্রকাশ করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত