1. live@dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ : দৈনিক স্বতন্ত্র কন্ঠ
  2. info@www.dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ :
চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক - দৈনিক স্বতন্ত্র কন্ঠ
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দিনায় এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ড. রেদোয়ান মুক্তিযোদ্ধাদের রক্তে বিনিময়ে অর্জিত সংবিধান বাতিল হবে না অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে জাতিকে বিভ্রান্ত করবেন না শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর পর নির্বাচন চাই চান্দিনায় জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত যারা এখনও পাকিস্তানের স্লোগান দিচ্ছে তারা ’৭১-এ রাজাকার চান্দিনায় ব্যালট পেপার ছাপানোর ঘোষণায় উপজেলা যুবদল আহবায়ক বহিষ্কার চান্দিনায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে মহাসড়কে আনন্দ র‌্যালি চান্দিনায় সড়ক উদ্ধারে স্থাপনা উচ্ছেদ আপনারা জনগণ কোন খারাপ মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠাবেন না,মাহমুদুর রহমান মান্না। কুমিল্লা চান্দিনায় গৃহবধূকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ চান্দিনার ২৭  দোকান-পাট উচ্ছেদ করে সরকারি জায়গা উদ্ধার

চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে
  • নিজস্ব প্রতিবেদকঃ
    কুমিল্লার চান্দিনায় দিনদুপুরে বাড়িতে গিয়ে সিআইডি পরিচয়ে প্রায় নয় ভরি স্বর্ণালংকার, আইফোন লুটে নেওয়ার পর বিদেশ থেকে শশুর বাড়িতে আসা প্রবাসীকে বাড়ি থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী ওই প্রবাসীকে উদ্ধারসহ গঠনাস্থল হতে পৃথক অভিযানে পৌরসভার শ্রমিকদল নেতা সহ পাঁচজনকে আটক করে।
    রবিবার (১৩ জুলাই) দুপুর থেকে রাত এগারোটা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রবাসীকে উদ্ধার করার পাশাপাশি চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। রাতেই ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী মোঃ সোহেল সরকার।
    আটকৃতরা হলো – চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সিবাড়ি এলাকার মৃত আবদুল আজিজ মুন্সির ছেলে সোহেল মুন্সী (৩৯), সে চান্দিনা পৌরসভার শ্রমিকদল যুগ্ন আহ্বায়ক ও এক নং ওয়ার্ডের সভাপতি। অন্যান্যরা হলো-  মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালাপদিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ শেখের ছেলে সোহাগ আহমেদ (৩৫), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাড়িয়া গ্রামের মোঃ চানমিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৯), নরসিংদী জেলার রায়পুরা থানার বীরচর মধুয়া গ্রামের মোঃ লিয়াকত আলীর ছেলে মোহাম্মদ হানিফ (২৭) ও কুমিল্লার চান্দিনা উপজেলার স্রীমন্তপুর গ্রামের মোঃ ইসমাইলের ছেলে মোঃ ফয়সাল (২৭)।
    ভুক্তভোগী প্রবাসী মোঃ সোহেল সরকার নরসিংদী জেলার রায়পুরা থানার দক্ষিণ বটতলী গ্রামের মোঃ জব্বার সরকারের ছেলে। গত ১১ জুলাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সরাসরি শ্বশুর বাড়ি চান্দিনা ছায়কোট গ্রামে আসেন।
    শ্বশুরবাড়িতে আসার পরের ঘটনা তুলে ধরে তিনি বলেন রবিবার ১৩ জুলাই দুপুর ১:৩০ টার দিকে ৫-৬ জন লোক আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে খোঁজেন। এসময় তারা নিজেদের সিআইডি পরিচয় দেন, আমি ঘর থেকে বের হয়ে আসতেই আমাকে ঝাপটে ধরে এবং আমার কাছে অবৈধ মাল আছে বলে জানায়। পরে তারা আমার শ্বশুরের ঘর থেকে আমার বিদেশ থেকে আনা প্রায় নয় ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি স্মার্ট ফোন সহ আমাকে বাড়ি থেকে তুলে আনে। তারা আমাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় এনে (২)লক্ষ টাকা দাবি করে আমার স্ত্রীকে ফোন দেয়।
    আমার স্ত্রী চান্দিনা সেনা ক্যাম্পে গিয়ে  বিষয়টি জানালে সেনাবাহিনীর সদস্যরা আমাকে তাদের কবল থেকে উদ্ধার করে এবং সাথে সাথে সোহেল মুন্সীসহ দুজনকে আটক করে। ছিনতাইকারী চক্রের কাছ থেকে লুট হওয়া প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
    চান্দিনা থানার অফিসার্স ইনচার্জ ওসি জাবেদ উল ইসলাম জানান – সেনাবাহিনীর সদস্যরা দুইজনকে আটক করে থানায় সোপর্দের পর আমরা অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করি। সোমবার ১৪ জুলাই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট