প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ণ
মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
- নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলাস্থ চান্দিনা উপজেলার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশিকুর রহমান (লনি)এর ৩৬বছর শিক্ষকতার মেয়াদ শেষ হওয়ায় অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ১০ই জুলাই দুপুর ১২টায় উপজেলার মাদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিদায়ী সংবর্ধনায় আলী- কামোরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ দেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদিন।
বিদ্যালয়ের সহ-শিক্ষক মোঃ জালাল উদ্দিন এর সঞ্চালনায় কোরআন তেলওয়াত ও গীতাপাঠের পর পর স্বাগত বক্তব্য রাখেন পটনই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শফিকুল ইসলাম ম্যানেজিং কমিটির সদস্য ভোমরকান্দি প্রা: বি:,কামরুল আহসান প্রধান শিক্ষক টামটা স: প্রা: বি:, আউয়াল মোল্লা প্রধান শিক্ষক ফোনসাইর প্রা: বি:, বাবু শুভাস চন্দ্র পাল সাবেক প্রধান শিক্ষক সালুচর স: প্রা: বি: এবং আবু ইউছুপ মাষ্টার প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন ভোমরকান্দি উচ্চ বিদ্যালয়ের ৫৩ বছরের পূর্ণমিলনী উপলক্ষে কার্যনির্বাহী কমিটির পক্ষে মোঃ মনির হোসেন, ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ,মোঃ জাকির হোসেন এবং সাধন।
এ সময় বিদায়ী প্রধান শিক্ষক আবেগাপ্লুত হয়ে অশ্রুঝরা কন্ঠে এলাকার সকলের নিকট দোয়া এবং বর্ণাঢ্য কর্মজীবনের ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন,বিদ্যালয়টির শুরু লগ্ন থেকে টিনের ঘর থেকে বিল্ডিং এবং একাধিক ভবন নির্মাণ হয়েছে যেটা এখন সরকারি বিদ্যালয় হওয়ায় সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। আমি আমৃত্যু বিদ্যালয়টির মঙ্গলার্থে ডাকলে যা কিছু করণীয় সকল কিছু করতে প্রাণপণ চেষ্টা করব।
বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী মানপত্র পাঠ করেন। পরে বিদায়ী শিক্ষক মোঃ আশিকুর রহমান (লনি) এর হাতে, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক গন,গন্যমান্য ব্যক্তিবর্গ,গ্রামবাসী ও স্কুলের শিক্ষক গনের পক্ষ হতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয় এবং দোয়া এবং মোনাজাতের মাধ্যমে সভাপতি মহোদয় অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত