1. live@dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ : দৈনিক স্বতন্ত্র কন্ঠ
  2. info@www.dainikswatontrokantho.online : দৈনিক স্বতন্ত্র কন্ঠ :
দারুণ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ - দৈনিক স্বতন্ত্র কন্ঠ
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চান্দিনা কৃষক দলের উদ্যোগে শহীদদের স্মরণে বৃক্ষরোপ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ দেশকে অ-স্থি-তিশীল করার চেষ্টার প্রতিবাদে মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের বি-ক্ষো-ভ চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার চান্দিনা সরকারি হাসপাতাল এখন দালাল হাসপাতাল নামে পরিচিত। এক্সরে, ইসিজি, ডেন্টাল সহ সব ধরনের মেশিনপত্র প্রায় সারা বছরই থাকে নষ্ট! বাংলাদেশ আম জনগণ পার্টি চান্দিনা উপজেলা আহ্বায়ক কমিটির নির্বাচন কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ চান্দিনায় সিআইডি পরিচয়ে ছিনতাইকারি চক্রের ৫ সদস্য আটক চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতে ই*য়াবা ব্যবসায়ীকে ৬ মাসের কা-রা-দ-ন্ড মিটফোর্ড হত্যাকাণ্ড সাজানো নাটক: বেরিয়ে আসছে ভয়ঙ্কর তথ্য চান্দিনায় প্রেসক্লাবের সদস্যদের সাথে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন এর মতবিনিময় সভা

দারুণ জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তানভির ইসলামের ৫ উইকেটে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ ৪৫.৫ ওভারে অলআউট হয় ২৪৮ রানে। শ্রীলঙ্কার ইনিংস থামে ২৩২ রানে।
৩৯ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানভির ইসলাম।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ তৃতীয় ওভারে হারায় ওপেনার তানজিদ হাসানকে (৭)। দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ও নাজমু হোসেন শান্ত।
দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা পারভেজ প্রথম ফিফটিতে পা রাখেন ৪৬ বলে। ওয়ানিন্দু হাসারাঙ্গার গুগলিতে বোল্ড হয়ে তার ইনিংস থামে ৬৯ বলে ৬৭ রানে। এর আগেই শান্ত বিদায় নেন ১৪ রান করে।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৯) ভালো করতে পারেননি। ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি একাদশে ফেরা শামীম হোসেন (২২) ও জাকের আলি (২৪)।
দলকে তখন টেনে নেন তাওহিদ হৃদয়। তবে ৫১ করে রান আউট হয়ে যান তিনি।
সেখান থেকে দলকে আড়াইশর কাছে নিয়ে যান তানজিম হাসান। দুটি করে চার ও ছক্কায় ২১ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। মুস্তাফিজুর রহমানের সঙ্গে শেষ জুটিতে যোগ করেন ৩০ রান।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেটের স্বাদ পান লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো।
শ্রীলঙ্কার রান তাড়ায় দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে (৫) বিদায় করেন তানজিম। তিনে নেমে পাল্টা আক্রমণে মাত্র ২০ বলেই ফিফটি করে কুসাল মেন্ডিস।
তবে নিশান মাদুশকাকে (১৭) ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন তানভির। একটু পর তিনি থামান কুসাল মেন্ডিসকেও (৩১ বলে ৫৬)।
এরপর দুই বাঁহাতি ব্যাটার কামিন্দু মেন্ডিস ও চারিথ আসালঙ্কাকে চেপে ধরেন দুই অফ স্পিনার মিরাজ ও শামীম। চাপে পড়ে আসালাঙ্কা ৬ রানে উইকেট দেন শামীমকে।
তানভির আক্রমণে ফিরে বিদায় করেন কামিন্দুকে (৩৩)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা।
তবে শ্রীলঙ্কাকে লড়াইয়ে রাখেন জানিথ লিয়ানাগে। ২২ ও ৪২ জীবন পেয়ে দারুণ ব্যাটিংয়ে দলকে লক্ষ্যে রাখেন তিনি। নবম উইকেটে ৫৮ রানের জুটি গড়েন, যেখানে দুশামান্থা চামিরার অবদান ছিল কেবল ১২ রান।
তবে ৭৮ রান করে ৪৮তম ওভারে মুস্তাফিজকে ফিরতি ক্যাচ দেন লিয়ানাগে।
সিরিজ নির্ধারণী ম্যাচ মঙ্গলবার পাল্লেকেলেতে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৫.৫ ওভারে ২৪৮ (পারভেজ ৬৭, তানজিদ ৭, শান্ত ১৪, হৃদয় ৫১, মিরাজ ৯, শামীম ২২, জাকের ২৪, তানজিম ৩৩*, হাসান ০, তানভির ৪, মুস্তাফিজ ০; আসিথা ৯-০-৩৫-৪, থিকশানা ৭-০-৩২-০, চামিরা ৭-০-৩৭-১, আসালাঙ্কা ৩-০-২৪-১, ওয়েলালাগে ৮-০-৩২-০, হাসারাঙ্গা ৯.৫-১-৬০-৩, কামিন্দু ২-০-১৯-০)।
শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৩২ (মাদুশকা ১৭, নিসাঙ্কা ৫, কুসাল মেন্ডিস ৫৬, কামিন্দু মেন্ডিস ৩৩, আসালাঙ্কা ৬, লিয়ানাগে ৭৮, ওয়েলালাগে ১, হাসারাঙ্গা ১৩, থিকশানা ১, চামিরা , আসিথা ১*; হাসান ৭-০-৪৩-০, তানজিম ৪.৫-০-৩৫-২, তানভির ১০-২-৩৯-৫, মুস্তাফিজ ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৩৭-১, শামীম ৯-১-২২-১)।
ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজের দুটি শেষে ১-১ সমতা।
ম্যান অব দা ম্যাচ: তানভির ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট