নিজস্ব প্রতিবেদক :
গতকাল ০৩.০৭.২০২৫ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন, চান্দিনা এর উদ্যোগে এবং
বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর সহযোগিতায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় । নকল ও নিম্নমানের শিশু খাদ্য (ম্যাংগো জুস ও লিচু ড্রিঙ্কস) উৎপাদনকারী প্রগতি ফুড এন্ড বেভারেজ লিঃ, কোরপাই, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিতে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রাপ্ত ২৮১ কার্টুন অবৈধ ও মানহীন ম্যাংগো জুস ও লিচু ড্রিংস জব্দ করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের উপস্থিতিতে নিকটস্থ চান্দিনা পৌরসভা ডাম্পিং জোনে ধ্বংস করা হয়।
চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন বিএসটিআই জেলা অফিস ,কুমিল্লা এবং চান্দিনা থানা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত