নিজস্ব প্রতিবেদক:
গত ০২/০৭/২০২৫ইং বুধবার বাদ জোহর দারুল উলূম আল ইসলামিয়া চান্দিনা মাদ্রাসার বৈঠক ঘরে হেফাজত ইসলাম বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলটির কেন্দ্রীয় উপদেষ্টা কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি পীরে কামেল আল্লামা নুরুল হক দা.বা.এর সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মাওলানা লোকমান মাজহারী এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সামসুল ইসলাম জিলানী দা.বা.,এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ দা.বা.। প্রোগ্রাম পরিচালনা এবং কমিটি ঘোষণা করেন, মুফতী আমজাদ হোসেন আশ্রাফী সেক্রেটারি হেফাজতে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা। উক্ত ইসলামি দলটির চান্দিনা উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওঃ আব্দুল কুদ্দুস দা.বা.,সিনিয়র সহ-সভাপতি মুফতী ওয়ালিউল্লাহ কাসেমী সেক্রেটারি, হাফেজ মাওঃ কেফায়েত উল্লাহ নোমানী সিনিয়র সহ – সেক্রেটারি, মাওলানা এনামুল হাসান সহ সেক্রেটারি, মাওলানা আবু বকর সিদ্দিকী সাংগঠনিক সম্পাদক, মাওলানা হোসাইন আহমদসহ-সাংগঠনিক সম্পাদক, মাওলানা মতিউর রহমান সহ১০১সদস্য কমিটি ঘোষণা করেন।
পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।