খোকা চৌধুরী:
দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৫ব্যাচের বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে পুনর্মিলনী অনুষ্ঠিত হয় ২৮জুন,শনিবার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর বাজার নুরানী চাইনিজ রেস্টুরেন্টের অডিটোরিয়ামে।
এসএসসি’৯৫ ব্যাচের অংশগ্রহণে পুনর্মিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোল্লাই নবাবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৫ ব্যাচ এর সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ শাহ জালাল।
ইটালি প্রবাসী রাজিব হাসানের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন দোল্লাই নবাবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৫ ব্যাচ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডাক্তার মোজাম্মেল হোসেন সুজন,গীতা পাঠ করেন মাস্টার সুখরঞ্জন দাস।সকল বন্ধুদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,মাস্টার জসিম উদ্দিন এরমধ্যে সকলের পরিচয় পর্ব শেষে ৯৫ব্যাচের প্রয়াত বন্ধুদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের আয়োজক ইটালি প্রবাসী রাজিব হাসান বলেন,দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে সকল বন্ধুদের শূণ্যতা উপলব্দি করেন।সকল বন্ধুদের কাছে পেয়ে আনন্দময় একটি দিন কাটিয়েছেন।সমাপনী বক্তব্যে সভাপতি মোহাম্মদ শাহ জালাল বলেন,সকল বন্ধুদের কল্যাণের উদ্দেশ্যে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুদের পাশে সবসময় থাকবেন।তিনি সকল বন্ধুদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি আগামীতে তাদের অংশগ্রহণ কামনা করেন। এরমধ্যে আগামী ২৭ডিসেম্বরে দোল্লাই নোয়াবপুর আহসান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ৫০জনের রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯৫ব্যাচের বন্ধুদের মধ্যে মাস্টার আব্দুল মালেক মিয়াজী,মাস্টার রফিকুল ইসলাম,ব্যবসায়ী সফিকুল ইসলাম,মাস্টার শাহজালাল (২)
মাস্টার আলী আহমেদ নোমান,মাস্টার রাহাতুজ্জামান পাটোয়ারী রনি,মাস্টার আশেকুল ইসলাম খাঁন,মাস্টার তরিকুল ইসলাম,ব্যবসায়ী মোতালেব হোসন ফটিক,সৌদি প্রবাসী ব্যবসায়ী নাসির উদ্দিন ,ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ মিয়াজী,মাস্টার সুখরঞ্জন দাস,ব্যবসায়ী সজল,ব্যবসায়ী মোহাম্মদ আলী, সাংবাদিক এম কে মামুন,চাকুরিজীবি মোঃ কামাল হোসেন,ডাক্তার জুয়েল মজুমদার,সৌদি প্রবাসী মাহবুব আলম,সৌদি প্রবাসী ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা,ব্যবসায়ী মোহাম্মদ জাকারিয়া,ব্যবসায়ী মোহাম্মদ আলম মজুমদার,ব্যবসায়ী শাহআলম, ব্যবসায়ী স্বপন বনিক,মোহাম্মদ ফটিক(২) সাংবাদিক খোকা চৌধুরী,মাস্টার শরীফুন্নাহার মজুমদার শেফালী,মাস্টার শিল্পী আক্তার,মাস্টার রুমা সুলতানা,হালিমা আক্তার,সুমি আক্তার।এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন, সৌদি প্রবাসী আবুল বাশার কায়েস,চাকুরীজীবি শাহজালাল(৩)মাস্টার মাহমুদা আক্তার, আফরোজা মজুমদার,
মো:আবুল কালাম,হারুনুর রশিদ মিলিটারি সহ প্রমুখ।
দীর্ঘ ৩০বছর পর বন্ধুদের কাছে পেয়ে সকলে আবেগাপ্লুত হয়ে পরেন। সবাই একে অপরের সাথে কুশল বিনিময় শেষে আনন্দে মেতে উঠেন এবং স্কুলের স্মৃতিতে ফিরে যান। মধ্যাহ্নভোজ শেষে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ফটোসেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।