খোকা চৌধুরী:
কুমিল্লা চান্দিনার দোল্লাই নবাবপুরে মিশু হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে এলাকাবাসী।
২৮ জুন শনিবার বিকেলে লেবাস গ্রামের নিহত মিশু হত্যার প্রতিবাদে লেবাস গ্রামের সর্বসাধারনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল আয়োজন করে।
সকলের একটাই দাবি ছিল; যারা মিশুকে হত্যা করেছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি হয় এবং অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানান।
মিশুর বাবা বলেন, আমার একমাত্র ছেলেকে যারা নির্মমভাবে তাদের যেন ফাঁসি হয়।তিনি আরও বলেন,আমার ছেলে কি অন্যায় করেছিল?কেন আমার ছেলেকে লাশ হয়ে ফিরতে হলো।তিনি প্রশাসন ও আইনের সহযোগিতা কামনা করেন।
এছাড়া যে চারজন আহতাবস্থায় রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন।
এছাড়া স্থানীয় প্রশাসন আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন মিশু কে যারা মেরেছে তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে তুলে দিবেন ।
মিছিলটি দোল্লাই নবাবপুর বাজারের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে শেষ হয়। উপস্থিত ছিলেন মিশুর বাবা সহ এলাকার তরুন,যুবক, দিনমজুর,ব্যবসায়ী সহ এলাকার সর্বস্তরের জনগন।