এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার চান্দিনা পৌরসভার ১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এ সময় পৌর বিএনপি ১নং ওয়ার্ড সভাপতি মঞ্জুমিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ন আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আতিকুল আলম শাওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা পৌর বি এন পির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম ও চান্দিনা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোঃ মফিজুল ইসলাম ভূঁইয়া,এছাড়াও চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমগীর খান, সাবেক কাউন্সিলর হাজি মো নুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মো শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ শাজাহান, পৌরসভা ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম দোলন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা মোঃ ফয়জুল্লাহ হেলালী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় এডভোকেট আতিকুল আলম শাওন বলেন,চান্দিনা বাসি দীর্ঘদিন যাবত রাস্তাঘাট বিভিন্ন সংকটে জীবন যাপন পার করছে। দীর্ঘ বছরের পর বছর চান্দিনার অসংখ্য রাস্তা সংস্কার না করায় জনদুর্ভোগ পোহাতে হচ্ছে, তাই চান্দিনা মানুষের কথা চিন্তা করে ২৭ কোটি টাকার বরাদ্দের কাজ হাতে নিয়েছি, খুব দ্রুতই কাজের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আতিকুল আলম শাওন। তিনি এ সময় এল ডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদকে উদ্দেশ্য করে বলেন আপনার গত দুই নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে, বিএনপির নেতাকর্মীর উপর আপনি যে জুলুম অত্যাচার করেছেন তার জন্য চান্দিনার মানুষের কাছে আপনি ক্ষমা চান, চান্দিনার মানুষ ক্ষমা করলে তখন আপনি নির্বাচনের কথা চিন্তা করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত