এ কে এম আজাদ
বিশেষ প্রতিনিধি:
কুমিল্লার বরুড়ায় যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বরুড়া উপজেলার লতিফপুর রেড উইন রেস্টুরেন্টে ওই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ শফিউল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনঅধিকার পরিষদের কুমিল্লা জেলা সভাপতি মোঃ ফয়জুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা গনঅধিকার পরিষদের অর্থ বিষয় সম্পাদক মোঃ কামাল উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয় সম্পাদক মোঃ জসিম উদ্দিন,
সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বন অধিকার পরিষদের সভাপতি মোঃ ফয়জুল্লাহ পুলিশের মহাপরিদর্শক কে উদ্দেশ্য করে বলেন - দেশের বিভিন্ন স্থানে পুলিশ এখনো চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের মধ্যে জড়িত রয়েছে, সময় আছে ভালো হয়ে যাওয়ার।প্রত্যেকটি থানায় নির্দেশনা দিন পুলিশ যেন নিজ নিজ অবস্থানে সঠিকভাবে কাজ করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে, গণধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়ে, সক্রিয়ভাবে কাজ করবে বলে ব্যক্ত করেন তিনি। উপস্থিতিকে উদ্দেশ্য করে বলেন আপনারা আমাদের উপর আস্থা রাখুন আমরা আপনাদেরকে পরিকল্পিত ভবিষ্যৎ উপহার দেবো ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ আবুল কালাম আজাদ, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: ০১৮২৯০৭৩০৬৬, ০১৭১৮১৬৫৯০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত